প্রকাশিত: Fri, Jan 12, 2024 11:30 PM
আপডেট: Tue, Jan 27, 2026 1:15 AM

[১]সব সশস্ত্র যুদ্ধই গণহত্যা নয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের যুক্তি

ইমরুল শাহেদ: [২] গাজায় গণহত্যা চালানোর জন্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে)  ২৯ ডিসেম্বর ইসরায়েলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার প্রথম দিনের শুনানিতে গণহত্যার প্রমাণ হিসেবে বাদিপক্ষ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং ইসরায়েলের মন্ত্রীদের বক্তব্য উদ্ধৃত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারতেজ।

[৩] দ্বিতীয় দিনের শুনানিতে ইসরায়েলের আইনজীবী শুরুতেই বলেছেন, বাদিপক্ষ একটি ‘গভীরভাবে বিকৃত এবং আইনি ছবি’ তুলে ধরেছে। ইসরায়েল বলেছে, এই মামলা বিদ্বেষপূর্ণ। আন্তর্জাতিক অপরাধ আদালতের উচিত বিদ্বেষপূর্ণ বলে এই মামলা খারিজ করে দেওয়া। 

[৪] ব্রিটিশ আইনবিদ প্রফেসর ম্যালকম শ, কেসি, দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগের প্রকৃতি সম্পর্কে কথা বলতে গিয়ে উল্লেখ করেছেন, বেসামরিক লোকেরা সমস্ত সশস্ত্র সংঘাতেই ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে যখন একটি পক্ষ বেসামরিকদের উপর আক্রমণ করে এবং তার নিজের পক্ষের বেসামরিকদের কল্যাণে উদ্বিগ্ন হয়। .

[৫] তিনি বলেন, ‘প্রতিটি সংঘাতই গণহত্যামূলক নয়। আন্তর্জাতিক আইনে এবং জেনোসাইড কনভেনশনের অধীনে গণহত্যার অপরাধ একটি স্বতন্ত্রভাবে একটি দূষিত প্রকাশ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মধ্যে মন্দের শীর্ষস্থান, অপরাধের অপরাধ, দুষ্টতার চূড়ান্ত হিসাবে দাঁড়িয়।’

[৬] তার ভাষায়, ‘যদি গণহত্যার দাবিগুলো সশস্ত্র সংঘাতের সাধারণ মুদ্রার মতো দেখা হয় তাহলে গণহত্যার মতো অপরাধের সারমর্মই হারিয়ে যাবে।’  

[৭] দক্ষিণ আফ্রিকার অভিযোগ প্রত্যাখান করেছে ইসরায়েল। নেতানিয়াহু বলছেন, 'না, দক্ষিণ আফ্রিকা, গণহত্যার জন্য আমরা দায়ী নই, দায়ী হামাস। তারা যদি পারত আমাদের (ইসরায়েল) সবাইকে হত্যা করত। বরং, আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) যথাসম্ভব নৈতিকতার সঙ্গে কাজ করছে।' প্রেসিডেন্ট আইজ্যাক হারযোগও এই মামলাকে 'অবান্তর' ও এই অভিযোগকে 'ব্লাড লাইবেল' এর তুল্য মনে করছেন।

[৮] টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হেগ আদালতে যখন গণহত্যা নিয়ে শুনানি চলছিল তখন আদালতের শত শত মানুষ ইসরায়েলবিরোধী বিক্ষোভ করছিল। বিক্ষোভের শ্লোগান ছিল নদী থেকে সাগর পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র ইত্যাদি। 

[৮] ১৯৪৮ সালের কনভেনশনে একটি জাতি, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডকে গণহত্যা বলে বর্ণনা করা হয়েছে।

[৯] গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজারের বেশি। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। তাছাড়া বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে গাজার ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। সম্পাদনা: ইকবাল খান